ডাকসু নির্বাচন: সোমবার ক্যাম্পাস পরিচ্ছন্ন করবে ছাত্রদল

টাইমস রিপোর্ট
1 Min Read
নারী ও অনাবাসিক ভোটাররা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারেন। ছবি: বাসস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৪তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে মঙ্গলবার। তফসিল অনুযায়ী, রোববার শেষ হবে নির্বাচনী প্রচারণা। এর পর সোমবার সকাল ১১টা থেকে সারা দিনব্যাপী ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদলের হল পর্যায়ের নেতাকর্মীরা নিজ নিজ প্রাঙ্গনে পরিচ্ছন্নতা চালাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কমিটির নেতাকর্মীরা ক্যাম্পাসের অন্যান্য প্রাঙ্গনে এ কার্যক্রম পরিচালনা করবেন।

শনিবার এক বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন এ কর্মসূচির ঘোষণা দেন।

ডাকসুতে ছাত্রদলের প্যানেলে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপরাজেয় বাংলার’ পদদেশে সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের প্যানেল ঘোষণা করে ছাত্রদল। ছবি: টাইমস

এবারের ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’, ছাত্রদল সমর্থিত ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’, ইসলামী ছাত্রশিবির সমর্থিত ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, বাম জোট সমর্থিত ‘প্রতিরোধ পর্ষদ’ সহ পূর্ণ ও আংশিক মিলিয়ে প্রায় ১০টি প্যানেল অংশ নিচ্ছে।

মোট ২৮টি পদের বিপরীতে লড়ছেন ৪৭১ জন প্রার্থী। তাদের মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৬২ জন। শুধু সদস্যপদেই প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বাধিক ২১৭ জন প্রার্থী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ১৩টি পদে মোট এক হাজার ৩৫ প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *