ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিলের সময়সীমা এক দিন বাড়ানো হয়েছে।
সোমবার চিফ রিটার্নিং অফিসার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালের ডাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের বিপুল উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে। এ কারণে অনেক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। গণতান্ত্রিক অধিকার চর্চায় সমান সুযোগ নিশ্চিত করতে মনোনয়নপত্র সংগ্রহের সময় এক দিন বাড়ানো হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে এবং বুধবার বিকাল ৫টা পর্যন্ত দাখিল করা যাবে।
এদিকে ফজিলাতুন্নেছা মুজিব হলে কয়েকজন প্রার্থীকে মনোনয়ন সংগ্রহে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যায়, ওই হলে ছাত্রদলের কয়েকজন নেত্রী মনোনয়নপত্র সংগ্রহ করতে গেলে নির্ধারিত সময় পার হয়ে যায়। এ সময় কয়েকজন ছাত্রী তাদের বাধা দেন। পরে তারা মনোনয়নপত্র সংগ্রহ না করেই হল থেকে বেরিয়ে আসেন।
ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। তারা অভিযোগ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। সহকারী প্রক্টর অধ্যাপক মো. রবিউল ইসলামকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে মঙ্গলবার দুপুর ১২টার মধ্যে জরুরি ভিত্তিতে সুপারিশ দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।