ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী বা প্যানেল বৃহস্পতিবার থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কোনো সেবামূলক কাজে যুক্ত হতে পারবে না।
বৃহস্পতিবার এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এই সময়ে কোনো প্রার্থী বা প্যানেল সেবামূলক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। কোনো ধরনের উপঢৌকন, বিলি-বণ্টন কিংবা আপ্যায়ন করা যাবে না। একইভাবে আর্থিক সহায়তা করা বা কোনো অনুরূপ কার্যক্রমেও যুক্ত হওয়া যাবে না। এ ধরনের কার্যক্রম নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।’
আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যা প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে অনুষ্ঠিত হবে।
২৯ জুলাই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। বুধবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষদিন ছিল। ওই সময় পর্যন্ত মোট ৫০৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ সোমবার।
সবশেষ ২০১৯-২০ সেশন থেকে শুরু করে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসুর প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে, ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে।