ডাকসু নির্বাচন: প্রতিরোধ পর্ষদের ইশতেহার ঘোষণা

টাইমস রিপোর্ট
3 Min Read
বাম সমর্থিত প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’-এর ইশতেহার ঘোষণা। ছবি: টাইমস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রতিরোধ পর্ষদ ১৮ দফা ইশতেহার ঘোষণা করেছে। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনের পাশে আয়োজিত সংবাদ সম্মেলনে প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী মেঘমল্লার বসু ইশতেহার তুলে ধরেন।

ইশতেহারের মূল প্রতিশ্রুতিগুলোর মধ্যে রয়েছে—ডাকসুর কাঠামো সংস্কার করে নিয়মিত নির্বাচন ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ বন্ধ ও গবেষণার জন্য বাড়তি বরাদ্দ, প্রতিটি শিক্ষার্থীর জন্য আবাসন নিশ্চিত করা, নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা এবং পাহাড়ি ও সমতলের শিক্ষার্থীদের সমঅধিকার রক্ষা।

ইশতেহারে বলা হয়েছে, ডাকসুকে নিয়মিত নির্বাচনী ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা হবে এবং ১৯৭৩ সালের অধ্যাদেশ সংশোধনের মাধ্যমে সিনেটে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব বাড়ানো হবে। শিক্ষাব্যবস্থার বাণিজ্যিকীকরণ বন্ধ, টিউশন ফি না বাড়ানো, দ্রুত ফল প্রকাশ ও বৃত্তির পরিমাণ বাড়ানোর অঙ্গীকারও দেওয়া হয়েছে।

গবেষণার উন্নয়নে বাজেটের উল্লেখযোগ্য অংশ বরাদ্দ, আধুনিক ল্যাব ও ফেলোশিপের ব্যবস্থা, মাতৃভাষায় উচ্চশিক্ষার অনুবাদ কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা থেকে গবেষণাপত্র প্রকাশের পরিকল্পনা রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জন্য হলে সিট নিশ্চিতকরণ, নতুন হল নির্মাণ, দখল-সন্ত্রাস বন্ধ ও নারীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতিও এসেছে। এ ক্ষেত্রে অভিযোগ সেল, ব্রেস্টফিডিং কর্নার, সময়সীমা ও লোকাল গার্ডিয়ান প্রথা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে।

সুবিধা সম্প্রসারণের মধ্যে রয়েছে—ক্যাফেটেরিয়ায় ভর্তুকিযুক্ত খাবার, রাত পর্যন্ত খাবারের ব্যবস্থা, মেডিকেল সেন্টারে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক, জরুরি অ্যাম্বুলেন্স ও প্রতিটি হলে ফার্মেসি। শিক্ষার্থীদের মানসিক সহায়তায় থেরাপি সেন্টার ও সচেতনতা কার্যক্রম চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি ২৪ ঘণ্টা লাইব্রেরি খোলা রাখা, নতুন বই ও জার্নাল সংযোজন, প্রতিটি অনুষদে নিরাপদ কমনরুম গড়ে তোলার প্রতিশ্রুতিও রয়েছে।

পরিবহন খাতে বাসের সংখ্যা বাড়ানো, নতুন রুট ও ট্রিপ সংযোজন, রাত পর্যন্ত বাস চলাচল এবং অভ্যন্তরীণ শাটল সার্ভিস চালুর পরিকল্পনা দেওয়া হয়েছে। খেলাধুলা ও সংস্কৃতির জন্য খেলার মাঠ, নারীবান্ধব জিম, সুইমিংপুল, সাংস্কৃতিক কক্ষ, মাসিক সাহিত্যপত্রিকা ও নিয়মিত প্রতিযোগিতা আয়োজনের কথা বলা হয়েছে।

ইশতেহারে আরও বলা হয়েছে, ক্যাম্পাসে সবুজায়ন, প্রাচীন বৃক্ষ সংরক্ষণ, পর্যাপ্ত ডাস্টবিন ও আধুনিক শৌচাগার নির্মাণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন, মতপ্রকাশ ও সংগঠনের অধিকার নিশ্চিত করা এবং প্রতিবন্ধীবান্ধব পরিবেশ গড়ে তোলার প্রতিশ্রুতিও প্রতিরোধ পর্ষদ দিয়েছে।

সবশেষে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের আর্কাইভ গড়ে তোলা, গবেষণা বৃত্তি চালু করা এবং বৈশ্বিক মুক্তিকামী আন্দোলনের প্রতি সংহতি জানানোর ঘোষণা এসেছে তাদের ইশতেহারে।

৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ১৮তম ডাকসু নির্বাচনের জন্য প্রার্থীরা বর্তমানে তাদের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।

এবারের ডাকসু নির্বাচনে ২৮টি পদে ৪৭১ জন প্রার্থী ও হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলসহ ১৮টি হলে ১৩টি পদে মোট ১ হাজার ৩৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *