ডাকসু নির্বাচন: ছাত্রদলের ইশতেহার ঘোষণা

টাইমস রিপোর্ট
1 Min Read
ছাত্রদলের ইশতেহার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রদল সমর্থিত প্যানেল ঘোষণা করেছে। বৃহস্পতিবার কলা ভবন সংলগ্ন বটতলায় ১০ দফা ইশতেহার ঘোষণা করে দলটি।

প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ইশতেহার পাঠ করে শোনান।

ইশতেহারের মূল প্রতিশ্রুতি হলো- শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার দেয়া, নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা ও সুযোগ সুবিধা উন্নয়ন করা।

ঘোষিত ১০ দফা ইশতেহার

শিক্ষা ও গবেষণাকে প্রাধান্য দিয়ে আধুনিক, বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা। নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাস, নারী স্বাস্থ্য সুরক্ষা এবং ক্ষমতায়ন নিশ্চিত করা। শিক্ষার্থীদের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যবীমা নিশ্চিত করা; বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের শিক্ষা ও চলাচল সহজতর করা। পাঠ্যক্রম, অবকাঠামো ও পরীক্ষাব্যবস্থার আধুনিকায়ন; গবেষণার মানোন্নয়ন। পরিবহন ব্যবস্থার নিয়ন্ত্রণ, ব্যাটারিচালিত শাটল সার্ভিস চালু এবং যাতায়াত ব্যবস্থা সহজীকরণ। হয়রানিমুক্ত প্রশাসনিক সেবা, শিক্ষা ঋণ এবং ক্যাম্পাসভিত্তিক কর্মসংস্থান। তরুণদের গঠনমূলক কাজে সম্পৃক্তকরণ; খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি। শিক্ষার্থীদের জন্য উন্নত ডিজিটাল সুবিধা, সাইবার সিকিউরিটি ও সাইবার বুলিং প্রতিরোধ। বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও প্রাণিবান্ধব ক্যাম্পাস। কার্যকর ডাকসু প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক পরিসরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পৃক্ততা বৃদ্ধি।

এ ছাড়া ইশতেহারে আধুনিক ক্যাম্পাস অবকাঠামো, পরিবেশবান্ধব উদ্যোগ এবং শিক্ষার্থীদের গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানান তারা।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *