আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ভোটগ্রহণ ‘সুষ্ঠুভাবে সম্পন্ন করতে’ প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
রোববার মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রত্যেক কেন্দ্রে সর্বোচ্চ আটজন পোলিং এজেন্ট মনোনয়ন করা যাবে। নির্ধারিত নিয়ম অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে আবেদন জমা দিতে হবে। আবেদনের সঙ্গে পোলিং এজেন্টদের পাসপোর্ট সাইজ ছবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ভোটার নম্বর এবং হোয়াটসঅ্যাপ নম্বর জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
ইতোমধ্যে ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, এবার মোট আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বুথের সংখ্যা ৫০০ থেকে বাড়িয়ে ৭১০ করা হয়েছে। ভোটগ্রহণ হবে ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। শিক্ষার্থীরা ভোটকেন্দ্রের লাইনে দাঁড়িয়ে ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারবেন।
নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ বাহিনী নির্বাচনের সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করবে। টহল টিমসহ সংশ্লিষ্ট শাখাগুলো ইতোমধ্যে সক্রিয় রয়েছে। নির্বাচনের সাত দিন আগে থেকেই আবাসিক হলে বহিরাগত অবস্থানে নিষেধাজ্ঞা থাকবে, যা নিয়মিত টহলের মাধ্যমে কার্যকর করা হবে।
অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনের আগের দিন (৮ সেপ্টেম্বর) ও নির্বাচনের দিন (৯ সেপ্টেম্বর) মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে। পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সিলগালা থাকবে। বৈধ শিক্ষার্থী, অনুমোদিত সাংবাদিক ও নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিদের ছাড়া অন্য কারও প্রবেশাধিকার থাকবে না।
এ ছাড়া নির্বাচনী প্রচারণার জন্য নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত হল ও ক্যাম্পাসে প্রার্থীরা বা সংগঠনগুলো প্রচারণা চালাতে পারবেন।
আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৮তম ডাকসু নির্বাচন। এবারের নির্বাচনে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি পাঁচটি ছাত্রী হলসহ ১৮টি হলে মোট ১৩টি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আরও ১ হাজার ৩৫ জন প্রার্থী।