ডাকসু নির্বাচনে ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

টাইমস রিপোর্ট
2 Min Read
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন এ তথ্য জানান। তবে কারা এবং কী কারণে মনোনয়পত্রগুলো প্রত্যাহার করে নেওয়া হয়েছে সে সম্পর্কে কিছু জানানো হয়নি।

এসময় ভোটদানের জটিলতা এড়াতে করণীয়সহ আচরণবিধি লঙ্ঘনের মতো বিষয় নিয়েও কথা বলেন তিনি।

মোহাম্মদ জসিম উদ্দিন জানান, ভোটদানের ক্ষেত্রে জটিলতা এড়াতে হলে ছাত্ররা হল কার্ড, বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, লাইব্রেরি কার্ড অথবা পে-ইন স্লিপ ব্যবহার করতে পারবেন।

এছাড়া পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, অসমতা বা বৈষম্যের অভিযোগ পেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন।

মঙ্গলবার বেলা ১১টায় সব দলের সহসভাপতি, সাধারণ সম্পাদক এবং সহসাধারণ সম্পাদক প্রার্থীদের নিয়ে সিনেট হলে যে সভা হবে সেখানে সেখানে আচরণবিধি নিয়ে আলোচনা করবেন বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৬ আগস্ট থেকে আগামী ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের পরিচয়ে হল এবং ক্যাম্পাসে প্রচারণা চালাতে পারবেন। তবে এ সময়ে সামাজিক, আর্থিক বা সেবামূলক সহযোগিতা প্রদান, মজলিশ-মাহফিল আয়োজন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারণা চালানো নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড নির্বাচন আচরণবিধিমালার ধারা-১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসুর ৩৮তম নির্বাচন।

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *