‘ডাকসুর মাধ্যমে লেজুড়বৃত্তির রাজনীতি ফেরানোর চেষ্টা চলছে’

টাইমস রিপোর্ট
1 Min Read
ডাকসু নির্বাচন নিয়ে অভিযোগ করেন ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) মাধ্যমে আবারও লেজুড়বৃত্তির রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নির্বাচনে ‘ডাকসু ফর চেঞ্জ’ প্যানেলের ভিপি পদপ্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় প্রার্থীর নাম ও ব্যালট নম্বরের পাশাপাশি হালনাগাদ ছবি যুক্ত করার দাবিও তুলে ধরেন।

তিনি বলেন, ‘ডাকসুর মতো নির্বাচনে প্যানেল ঘোষণার জন্য যদি সাংগঠনিক অভিভাবকের সিদ্ধান্তের উপর নির্ভর করতে হয় তাহলে এর মাধ্যমে ক্যাম্পাসে লেজুড়বৃত্তি রাজনীতিই ফিরে আসবে।’

বিন ইয়ামিন মোল্লার অভিযোগ, ছাত্রদলের চাপের মুখেই ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহের সময় একদিন বাড়ানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌক্তিক দাবিগুলো উপেক্ষা করে নির্দিষ্ট রাজনৈতিক দলের পক্ষে সিদ্ধান্ত নিচ্ছে।

তিনি আরও বলেন, ‘কাদের জন্য মনোনয়নপত্র সংগ্রহের সময় বাড়ানো হয়েছে তা এখন স্পষ্ট। যাদের প্যানেল ঠিক করতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের প্রয়োজন হয়েছে, তাদের জন্যই একদিন বাড়ানো হয়েছে। কারণ তারা প্যানেল চূড়ান্ত করতে পারছিলেন না।’

শুরুতে ডাকসু নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র সংগ্রহের শেষদিন।

তবে প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানান, বিপুল শিক্ষার্থী ভিড় করায় অনেকেই সময়মতো মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেননি। তাই গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ সবার জন্য সমান রাখতে ফরম বিতরণ ও গ্রহণের সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *