ডাকসুর ভিপি প্রার্থী জালালের জামিন নামঞ্জুর

টাইমস রিপোর্ট
2 Min Read
স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ। ছবি: সংগৃহীত

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে করা মামলায় কারাগারে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভিপি প্রার্থী জালাল আহমদের জামিন নামঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালত এ আদেশ দেয়।

এদিন জালালের পক্ষে জামিন আবেদন করেন আইনজীবী রফিকুল ইসলাম। তবে রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর সৈয়দ গোলাম মোর্তজা জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আবেদন খারিজ করেন।

এর আগে, ২৫ আগস্ট মধ্যরাতে রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে তিনি গ্রেপ্তার হন এবং ২৬ আগস্ট জালালকে কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম মো. মিনহাজুর রহমান।

মামলার এজাহারে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী রবিউল হককে মারধর ও ভাঙা টিউবলাইট দিয়ে আঘাত করেন জালাল। এ ঘটনায় হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রাধ্যক্ষ মো. সিরাজুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলা করেন।

অভিযোগে আরও বলা হয়, ২৫ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে রবিউল ঘুমিয়ে থাকাকালে জালাল হঠাৎ ঘরে প্রবেশ করে চেয়ার টেনে শব্দ করতে থাকেন। এতে বিরক্ত হয়ে রবিউল শব্দ না করার অনুরোধ করলে জালাল ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে তিনি কাঠের চেয়ার দিয়ে রবিউলের মাথায় আঘাত করতে যান। রবিউল প্রতিহত করলে তার কপালে জখম হয়। পরে পুরোনো টিউবলাইট ভেঙে রবিউলের মাথায় আঘাত করতে গেলে সেটি তার বুকের বাঁ পাশে লাগে এবং কেটে যায়। টিউবলাইট দিয়ে আবার আঘাত করলে তার হাতে গুরুতর জখম হয়।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *