ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন আংশিক প্যানেল ঘোষণা করেছে।
সংগঠনের পক্ষ প্রাথমিকভাবে সহসভাপতি (ভিপি) পদে ইসলামী ছাত্র আলদোলনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সভাপতি মোহাম্মদ ইয়াছিন আরাফাত, সাধারণ সম্পাদক (জিএস) পদে সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক খায়রুল আহসান মারজান, সহ-সাধারণ সম্পাদক এজিএস পদে সাইফ মোহাম্মদ আলাউদ্দিন নাম নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়। তবে প্যানেল থেকে অন্যান্য পদগুলোর জন্য প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি বলে বলা হয়েছে।
ইসলামী ছাত্র আন্দোলন শীর্ষ নেতারা বলেন, তাদের ডাকসু পূর্ণ প্যানেল মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে।
প্যানেল ঘোষণায় বিলম্ব হওয়ার কারণ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সাধারণ সম্পাদক সাইফ মোহাম্মদ আলাউদ্দিন টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আমাদের সঙ্গে ইসলামিক-অনৈসলামিক কয়েকটি সংগঠন এবং কিছু স্বতন্ত্র ব্যক্তির সঙ্গে আলাপ চলছে।’
তিনি আরও বলেন, ‘এতদিন কোনো সিদ্ধান্ত নিইনি বলতে হাতে সময় আছে আর সাংগঠনিক কিছু প্রোগ্রাম কেন্দ্রিক ব্যস্ততা ছিল। আজকে রাতে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বসব এবং তা আজকেই হবে।’