ঠাকুরগাঁওয়ে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
সোমবার দুপুরে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নে কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু বিষয়টি জানিয়েছেন।
মৃত শিশুরা হলো–কৃষ্ণপুর গ্রামের কাস্টম কার্মকর্তা হাসান জাহিদ সাদ্দামের মেয়ে সাউদা তাবাসসুম (৫) ও ভাগনি সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও এলাকার আহসান আলীর মেয়ে আয়শা সিদ্দিকা।
স্বজনরা জানান, সাউদা দাদা বাড়ি আর আয়শা নানা বাড়ি বেড়াতে এসেছিল। দুপুরে কাউকে না জানিয়ে তারা পুকুরে গোসল করতে নামে। তাদের না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে পুকুরপাড়ে জুতা পাওয়া যায়। পরে মরদেহ উদ্ধার করা হয়েছে।