ট্রাম্প প্রশাসনের পদ ছাড়ছেন ইলন মাস্ক

টাইমস রিপোর্ট
1 Min Read
টেসলা ও স্টারলিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক। ছবি: এপি/ইউএনবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ উপদেষ্টার পদ ছাড়লেন টেসলা ও স্টারলিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ক।

ইলন মাস্ক এক্স-এ দেওয়া পোস্টে জানিয়েছেন, তিনি সরকারি দায়িত্ব থেকে সরে গিয়ে নিজের কোম্পানিগুলোর ওপর বেশি মনোযোগ দিতে চান।

হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মাস্কের সম্পর্ক এখনো ভাল। তবে তিনি ওয়াশিংটনের কর্মকাঠামো নিয়ে হতাশ এবং প্রশাসনিক জটিলতায় বিরক্ত বলেও জানিয়েছেন।

ট্রাম্প প্রশাসনে ইলন মাস্ক কেন্দ্রীয় আমলাতন্ত্র সংস্কারের দায়িত্বে ছিলেন। বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, ‘অপচয় কমাতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানাই। ডজ মিশন সময়ের সঙ্গে আরও শক্তিশালী হবে এবং সরকারি কার্যক্রমে একটি সংস্কৃতি হয়ে উঠবে।’

এক হোয়াইট হাউস কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাস্কের পদত্যাগ নিশ্চিত হলেও, একদিন আগেই তিনি ট্রাম্পের প্রধান আইন প্রস্তাবনা নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। সেটিকে তিনি ‘ব্যয়বহুল বিল’ হিসেবে অভিহিত করেন, যা বাজেট ঘাটতি বাড়িয়ে তার ডজ মিশনের কাজকে ক্ষতিগ্রস্ত করছে।

মাস্ক বলেন, ‘বিল বড় হতে পারে বা সুন্দর হতে পারে, কিন্তু দুটো একসাথে হওয়া কঠিন।’ ট্রাম্প বলেছেন, ‘বিল নিয়ে আমারও কিছু অসন্তুষ্টি আছে, তবে কিছু অংশে আমি উচ্ছ্বসিত।’

রিপাবলিকানরা এটি হাউস পাস করিয়ে এখন এ নিয়ে সিনেটে আলোচনা করছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *