ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের জেরে বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এপারে বেনাপোল বন্দরে ফেরত এসেছে পণ্যবাহী চারটি বাংলাদেশি ট্রাক।
ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় বাংলাদেশ থেকে তৃতীয় দেশে রপ্তানির জন্য ভারতীয় স্থলবন্দর ব্যবহার করা যেত।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, বেনাপোল বন্দরের উপপরিচালক রাশেদুল সাজিব নাজির জানান, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করায় ওপারের পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ তৃতীয় দেশের পণ্যের জন্য ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে।
তিনি বলেন, ‘এই পণ্যবাহী ট্রাকগুলো ভারতে প্রবেশ করতে পারেনি।’
‘তবে ভারতের বাজারের জন্য নির্ধারিত পণ্য রপ্তানি এখনও স্বাভাবিকভাবে চলছে’, যোগ করেন তিনি।
পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ভারতের অর্থ মন্ত্রণালয় বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের বিষয়ে একটি চিঠি জারি করেছে।
ওই চিঠির ভিত্তিতে বেনাপোল হয়ে পেট্রাপোলে তৃতীয় দেশের জন্য পণ্য প্রবেশ বন্ধ করা হয়েছে।
এর আগে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে, তারা বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করেছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বুধবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে দাবি করে বলেন, ‘বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর ও সমুদ্রবন্দরে দীর্ঘদিন ধরে উল্লেখযোগ্য জটলা তৈরি হচ্ছে।’