দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে ব্রিটিশ পার্লামেন্টের সদস্য টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে।
ঢাকার গুলশানের একটি বিলাসবহুল ফ্ল্যাট বেআইনিভাবে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
দুদক মহাপরিচালক আখতার হোসেন মঙ্গলবার এ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকেও মামলায় অভিযুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
টিউলিপ সিদ্দিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি এবং শেখ রেহানার কন্যা। তিনি ব্রিটিশ পার্লামেন্টে তিন বারের নির্বাচিত সদস্য। সর্বশেষ তিনি মন্ত্রীর মর্যাদা পেয়েছিলেন। দুর্নীতির বিতর্ক ও তদন্ত শুরু হলে তিনি স্বেচ্ছায় সে পদ থেকে অব্যাহতি নেন।
দুদকের মামলায় বলা হয়েছে, টিউলিপ কোনো টাকা ছাড়াই ইস্টার্ন হাউজিং লিমিটেডের কাছ থেকে গুলশান-২ এর ৭১ নম্বর রোডে একটি ফ্ল্যাট নিয়েছেন।
মামলায় টিউলিপ ছাড়া আসামি করা হয়েছে রাজউকের সাবেক দুই আইন কর্মকর্তা শাহ মো. খসরুজ্জামান ও সরদার মোশাররফ হোসেনকে। তবে রাজউকের সাবেক আইন উপদেষ্টা মো. সেলিম এবং ইস্টার্ন হাউজিং লিমিটেডের চেয়ারম্যান জহিরুল ইসলাম মারা যাওয়ায় তাদের নাম এজাহারে অন্তর্ভুক্ত করেনি দুদক।