টাঙ্গাইলে নিখোঁজের পরদিন ডোবায় মিলল শিশুর মরদেহ

টাইমস রিপোর্ট
1 Min Read
টাঙ্গাইলের গোপালপুর থানা। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের গোপালপুরে নিখোঁজের একদিন পর বাড়ির পাশের ডোবা থেকে আব্দুল্লাহ নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে উপজেলার আলমনগর ইউনিয়নের নবগ্রাম উত্তরপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঞা।

নিহত আব্দুল্লাহ ওই গ্রামের হাবিবুর রহমানের একমাত্র ছেলে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে মামুন ভূঞা বলেন, ‘আব্দুল্লাহর বাবা-মা ঢাকায় থাকেন। শিশুটি গ্রামের বাড়িতে নানা আজাদের কাছে ছিল। মঙ্গলবার সকালে নানি হাঁসের খাবার হিসেবে শামুক সংগ্রহ করতে ডোবায় যান। প্রতিদিনের মতো আব্দুল্লাহও নানির সঙ্গে ডোবার পাড়ে যেতে চাইলে তিনি একা বের হয়ে যান। এরপর সবার অগোচরে ডোবার পাশে গিয়ে শিশুটি নিখোঁজ হয়।’

‘দিনভর খোঁজাখুঁজি করে শিশুটিকে না পেয়ে স্বজনরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে স্থানীয়রা সামাজিকমাধ্যমে শিশুটির নিখোঁজ হওয়ার খবর প্রচার করেন। বুধবার সকালে বাড়ির পাশের ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে শনাক্ত করেন।’

ঘটনাস্থল পরিদর্শন করে পরিদর্শক মামুন ভূঞা বলেন, ‘শিশুটির পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ তাদের কাছে হস্থান্তর করা হয়েছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *