গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদীর উপর বেইলি ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ী ও স্থানীয় এলাকাবাসী।
সোমবার সকাল পৌনে ১১টার দিকে টঙ্গী বাজারের কয়েকশ ব্যবসায়ী ও এলাকাবাসী এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন।
অপরদিকে, সড়ক অবরোধের ঘটনায় ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে সকাল সাড়ে ১১টার দিকে মহাসড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয় পুলিশ। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
ব্যবসায়ী ও এলাকবাসী জানান, দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজ দিয়ে টঙ্গী, আব্দুল্লাহপুর, উত্তরার জনগণ যাতায়াত করছেন। টঙ্গী বাজার এই এলাকার মানুষের জন্য একমাত্র বড় বাজার। এই বাজারে প্রায় ২৫ হাজার দোকান রয়েছে।
‘তবে, বিআরটি প্রকল্পের উড়াল সড়ক চালু হওয়ার পর মহাসড়কের পশ্চিমপাশের বেইলি ব্রিজটি কর্তৃপক্ষ ভেঙে নিয়ে গেছে। এতে ওই ব্রিজ দিয়ে চলাচলকারী ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণ চরম ভোগান্তিতে পড়েছেন। নিত্যপ্রয়োজনীয় মালামাল কিনে উড়াল সড়ক দিয়ে যাতায়াত করতে হচ্ছে। কিন্তু উড়াল সড়কে রিক্সা-ভ্যান চলাচল করতে না পারায় এলাকাবাসী ভোগান্তিতে পড়ছেন’ বলেও জানান তারা।