‘জুলাই বিপ্লবের’ সুফল পেতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াতের

টাইমস রিপোর্ট
2 Min Read
বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত
Highlights
  • জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে।’

জুলাই যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মাধ্যমেই দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। তাই দেশ ও জাতির জন্য তাদের অবদানের কথা স্মরণ করেই তাদের জাতীয় বীরের মর্যাদায় অভিষিক্ত করতে হবে।

বুধবার বিকেলে রাজধানীর কাফরুলে এক নির্বাচনী পথসভায় জামায়াতের আমির শফিকুর রহমান এ কথাগুলো বলেন। জামায়াতের কাফরুল থানা শাখা আয়োজিত এই সভায় তিনি প্রধান অতিথি ছিলেন।

‘জুলাই বিপ্লবের’ সুফল পুরোপুরি ঘরে তুলতে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত ছাত্র-জনতার ইস্পাতকঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। কিন্তু তা নির্বিঘ্ন হয়নি, বরং আমাদেরকে চড়া মূল্যে কিনতে হয়েছে।

এই আন্দোলনে দুই হাজারের বেশি মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। অনেকেই হাত-পা, চোখ হারিয়েছেন। আমরা শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমতো সাহায্য–সহযোগিতা করেছি। কোনো কোনো এতিমের আমরা ভরণপোষণের দায়িত্ব নিয়েছি, যোগ করেন তিনি।

সাম্য, ইনসাফ ও বৈষম্যহীন মানবিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে আর্তমানবতার কল্যাণ এবং দেশকে ইসলামি কল্যাণরাষ্ট্রে পরিণত করে গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই জামায়াতের রাজনীতির লক্ষ্য ও উদ্দেশ্য বলে জানান শফিকুর রহমান।

তিনি বলেন, ‘আমরা দেশে এমন এক ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যে সমাজ বিশ্বনবী (সা.)-এর আদর্শ অনুযায়ী পরিচালিত হবে। যেখানে মানুষে মানুষে কোনো ভেদাভেদ থাকবে না।’

কাফরুল থানা জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল করিম পথসভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সহকারী সেক্রেটারি ফখরুদ্দিন মানিক।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *