জুলাই গণহত্যা: হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

টাইমস রিপোর্ট
1 Min Read

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে জুলাই গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে জমা দেওয়া হয়েছে।

সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এই প্রতিবেদন দাখিল করে। চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে পর্যালোচনার পর ফরমাল চার্জ আকারে অভিযোগ দাখিলের মাধ্যমে তাদের বিচার শুরু হবে।

এ মামলায় শুরুতে শুধু শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত শুরু হলেও পরে এতে কামাল ও মামুনকে যুক্ত করা হয় বলে জানা গেছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গত ৯ মে ফেসবুকে জানান, ১২ মে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর শুরু হবে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া।

গত ১৮ ফেব্রুয়ারি জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২০ এপ্রিলের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল।

এছাড়া শেখ হাসিনার বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগে এবং ২০১৩ সালের ৫ মে হেফাজতের সমাবেশে হতাহতের ঘটনায় আরও দুটি মামলা রয়েছে।

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *