জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ‘আইডিয়া প্রতিযোগিতা’

টাইমস রিপোর্ট
2 Min Read
ছবি: আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ফেসবুক থেকে নেওয়া

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণদের অংশগ্রহণে ‘আইডিয়া প্রতিযোগিতা’ আয়োজন করছে স্থানীয় সরকার বিভাগ।

তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে জেলা পর্যায়ে এই ঐতিহাসিক ঘটনা স্মরণে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য। প্রতিটি জেলার নির্বাচিত আইডিয়া স্থানীয় জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়িত হবে।

বৃহস্পতিবার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

এ আয়োজনের প্রতিপাদ্য ‘আমার চোখে জুলাই বিপ্লব’। ১৫ থেকে ৩০ বছর বয়সী তরুণ-তরুণী, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, যুব ক্লাব, ডিবেট, স্কাউট, রোভার ও সাংস্কৃতিক সংগঠনের সদস্য অথবা যেকোনো তরুণ-তরুণী এককভাবে অথবা সর্বোচ্চ ৩ জনের দলে অংশগ্রহণ করা যাবে। তবে দলে একজন নারী সদস্য বাধ্যতামূলক।

আইডিয়া জমা দেওয়ার কাঠামো: ১–২ পৃষ্ঠার ধারণাপত্র (বাংলা বা ইংরেজি), যাতে অন্তর্ভুক্ত থাকবে আইডিয়ার শিরোনাম, বিবরণ (স্থান উল্লেখসহ) ও উদ্দেশ্য, বাস্তবায়ন পরিকল্পনা, আনুমানিক বাজেট (সর্বোচ্চ ১০ লক্ষ টাকা), প্রত্যাশিত প্রভাব, প্রেরকের নাম ও যোগাযোগের তথ্য।

জমাদানের নিয়মাবলি: জমাদানের শেষ তারিখ: ৮ জুলাই ২০২৫

জমাদানের স্থান: নিজ জেলার জেলা পরিষদ বা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় জেলা পরিষদের সাথে যোগাযোগ করে ইমেইলেও জমা দেওয়া যাবে।

সম্ভাব্য আইডিয়ার উদাহরণ: দেয়ালচিত্র, পথনাটক বা মঞ্চনাটক, প্রদর্শনী, ওয়ার্কশপ ও গণসচেতনতা অভিযান, বা যেকোনো উদ্ভাবনী ধারণা।

নির্বাচিত প্রতিটি আইডিয়া সংশ্লিষ্ট জেলার জেলা পরিষদের মাধ্যমে বাস্তবায়ন হবে। জেলা পরিষদ প্রেরণকারী ব্যক্তি বা দলের সঙ্গে সমন্বয় করবে এবং সকল আর্থিক লেনদেন জেলা পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত হবে বলেও জানান তিনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *