জুলাই অভ্যুত্থানের ঘটনায় দায়েরকৃত মামলা খতিয়ে দেখতে একটি মনিটরিং সেল খোলা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ঢাকা রেঞ্জের নবনিযুক্ত ডিআইজি রেজাউল করিম মল্লিক।
তিনি জানান, তার কার্যালয়ে খোলা হবে ওই মনিটরিং সেল। সেলের কার্যক্রমের মধ্যে রয়েছে, প্রতিটি মামলার বাদী, ভুক্তভোগী, গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যদের সাথে কথা বলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা।
রোববার দুপুরে সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এ সময় রেঞ্জের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ডিআইজি রেজাউল করিম মল্লিক জানান, এছাড়া ওইসব মামলার সুষ্ঠু তদন্তে ঢাকার প্রতিটি থানা ফাঁড়ি, জেলা পুলিশ সার্কেল অফিসসহ পুলিশের সব কার্যালয়ে স্থাপন করা হবে অভিযোগ বাক্স। এরই মধ্যে সংশ্লিষ্ট সব থানায় সিসিটিভি স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, ‘জুলাই অভ্যুত্থানের অভিযুক্ত নিপীড়ক ও হত্যাকারীদের কোনোমতেই ছাড় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট এসপি-ওসিদের নির্দেশ দেওয়া আছে। পাশাপাশি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কোনো কার্যক্রম যেন না হয়, সে জন্যও তাদের কড়া নজরদারি করতে বলা হয়েছে।’
‘জনগণের সেবায় পুলিশ সদা সচেষ্ট’ এ কথা উল্লেখ করে তিনি আরো জানান, ঢাকা রেঞ্জের ১৩টি জেলার ৯৮টি থানার নাগরিকের কাছে দ্রুত সেবা পৌঁছে দিতে শিগগিরই ‘টক টু ডিআইজি’ নামে একটি মোবাইল অ্যাপ চালু হতে যাচ্ছে। এতে খুব সহজেই যে কেউ সাহায্য প্রাপ্তির জন্য সরাসরি ডিআইজিকে জানাতে পারবেন। এছাড়া অ্যাপে যারা অপরাধের তথ্য দেবেন, সে সব তথ্যদাতার পরিচয় শতভাগ গোপন রাখা হবে।
ডিআইজি রেজাউল বলেন, ‘প্রতিটি থানাকে সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।’