জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শিল্পী দেবাশিস চক্রবর্তীর আঁকা দশটি পোস্টারের ধারাবাহিক প্রকাশনা শুরু হয়েছে।
জুলাই ২০২৪-এর শিল্প-প্রতিবাদী হিসেবে পরিচিত দেবাশিস চক্রবর্তী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধে এই দশটি পোস্টার আঁকেন। পোস্টারগুলোতে তুলে ধরা হয়েছে- কেন জুলাই গণ-অভ্যুত্থান ছিল অনিবার্য, কীভাবে তা সংগঠিত হয়েছিল এবং কীভাবে তা জাতির রাজনৈতিক বাস্তবতা বদলে দেয়।
আয়োজকরা জানিয়েছেন, পোস্টারগুলো শুধু চিত্রশিল্প নয়- প্রতিটি পোস্টার একটি নির্দিষ্ট দিনের ঘটনার রাজনৈতিক ভাষ্য বহন করে। এতে রয়েছে প্রতীক, মুখ, শ্লোগান, এবং প্রতিবাদের মুহূর্তগুলোকে ইতিহাসের সাক্ষ্য হিসেবে তুলে ধরার প্রয়াস।
জুলাই মাসজুড়ে এ দশটি’ পোস্টার প্রকাশ করা হবে। এই ধারাবাহিক প্রকাশের মাধ্যমে নবপ্রজন্মকে স্মরণ করিয়ে দেওয়া হবে সেই ঐতিহাসিক সাহসিকতা, সংহতি ও আত্মত্যাগের কথা- যা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে রূপ দেয় এক গণজাগরণে।
উল্লেখ্য, এই কর্মসূচি জুলাই-আগস্ট মাসজুড়ে ‘জুলাই পুনরুত্থান কর্মসূচি’র অংশ হিসেবে দেশব্যাপী পালিত হচ্ছে।