ঢাকা-আরিচা মহাসড়কে রাজধানী পরিবহনের একটি বাস থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগে ২৮টি বাস আটকে রেখেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন মহাসড়কে ঘটে এই ঘটনা। পায়ে আঘাত পাওয়া ছাত্রীটি বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে চিকিৎসা নেন।
ক্যাম্পাস সূত্র জানায়, ওই ছাত্রী টিউশনি শেষে সাভার থেকে রাজধানী পরিবহনের বাসে ওঠেন। বাসে উঠার পর চালকের সহকারী তাকে প্রশ্ন করেন, কোথায় যাবেন? তখন ছাত্রীটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কথা বলেন। এরপর চালকের সহকারী তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ছাত্রীটি পায়ে আঘাত পান। খবর জানাজানি হলে রাত ৮টার দিকে সহপাঠীরা বাস আটকে দেন।
ভুক্তভোগী ছাত্রী বলেন, ‘ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার কারণে পায়ে ব্যথা পেয়েছি। আমি সুষ্ঠু বিচার চাই।’ তার সহপাঠীরা ক্ষতিপূরণের দাবিতে বাস আটক করেছেন এবং অভিযুক্ত চালকের সহকারীকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন।
তার কয়েকজন সহপাঠী বলেন, ‘ভুক্তভোগী শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বাস জব্দ করা হয়েছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, ‘এ ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। পরিবহন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’