জাপানের সোকা বিশ্ববিদ্যালয়ের ডক্টরেট ডিগ্রি পেলেন ইউনূস

টাইমস রিপোর্ট
1 Min Read
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের খ্যাতনামা সোকা ইউনিভার্সিটি। ছবি: প্রধান উপদেষ্টার কার্যালয়

 

সামাজিক ব্যবসা ও দরিদ্র জনগোষ্ঠীর ক্ষমতায়নে জীবনভর অবদানের স্বীকৃতিস্বরূপ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দিয়েছে জাপানের খ্যাতনামা সোকা ইউনিভার্সিটি।

বার্তা সংস্থা ইউএনবি জানায়, শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ইউনূসকে এই মর্যাদাপূর্ণ ডিগ্রি দেওয়া হয়।

অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষাবিদ ও বিশিষ্টজনদের উপস্থিতিতে তিনি বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে একটি বিশেষ বক্তব্য দেন।

‘নিক্কেই ফোরাম: ৩০তম ফিউচার অব এশিয়া’য় অংশগ্রহণ এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে মুহাম্মদ ইউনূস বুধবার বিকালে টোকিও পৌঁছান।

তিনি ২৮ থেকে ৩১ মে পর্যন্ত জাপানে সরকারি সফরে রয়েছেন।

এ অঞ্চলের রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাক্ষেত্রের শীর্ষ নেতাদের অন্যতম মর্যাদাপূর্ণ প্ল্যাটফর্ম ‘নিক্কেই ফোরাম: থার্টিয়েথ ফিউচার অব এশিয়া’য় অংশগ্রহণ করেছেন তিনি।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশবার সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠকও করেছেন মুহাম্মদ ইউনূস।
চার দিনের সফর শেষে শনিবার রাতে তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

 

 

 

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *