জাতীয় যুবশক্তির আত্মপ্রকাশ

টাইমস রিপোর্ট
2 Min Read
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন 'জাতীয় যুবশক্তি' আত্মপ্রকাশ করেছে। ছবি: ফোকাসবাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন ‘জাতীয় যুবশক্তি’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে।

শুক্রবার বিকেলে রাজধানীর গুলিস্তানের শহীদ আবরার ফাহাদ অ্যাভিনিউতে আয়োজিত অনুষ্ঠানে ১৩১ সদস্যের কমিটি ঘোষণার মাধ্যমে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে জাতীয় যুবশক্তির আহ্বায়ক, সদস্য সচিব ও মুখ্য সংগঠকের নাম ঘোষণা করেন এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরুদ্দীন পাটওয়ারী। মঞ্চ থেকে জাতীয় যুবশক্তির আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট মো. তারিকুল ইসলাম, সদস্য সচিব ডা. জাহেদুল ইসলাম ও মুখ্য সংগঠক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলের নাম ঘোষণা করা হয়।

যুবশক্তির কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তুহিন মাহমুদ। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন-প্রীতম সোহাগ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ নেসার উদ্দিন, গোলাম মোনাব্বের, আশিকুর রহমান, কাজী আয়েশা আহমেদ, হিজবুর রহমান বকুল, মারুফ আল হামিদ ও আসাদুর রহমান। সিনিয়র যুগ্ম সদস্য সচিব হয়েছেন দ্যুতি অরণ্য চৌধুরী ও নাহিদা বুশরা।

যুগ্ম সদস্য সচিব হিসেবে রয়েছেন-নিশাত আহমেদ, রাদিত বীন জামান, মো. ইনজামামুল হক, শাওন মাহফুজ, লুৎফর রহমান, নীলা আফরোজ, মো. আবু সুফিয়ান, মাহমুদা সুলতানা রিমি, রাশেদুল ইসলাম খালেদ, শফিকুল ইসলাম এবং ইসরাত জাহান বিন্দু।

এছাড়া মুখ্য যুব উন্নয়ন সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন খালেদ মাহমুদ মুস্তফা। যুগ্ম যুব উন্নয়ন সমন্বয়ক হিসেবে রয়েছেন শাকিল আহমেদ ইকবাল ও সনজিদা আক্তার মনি। যুবশক্তির সিনিয়র সংগঠক হয়েছেন ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম মুখ্য সমন্বয়কারী হান্নান মাসাউদ উপস্থিত ছিলেন।

শুক্রবার দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন জাতীয় যুব শক্তির নেতাকর্মীরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা অনুষ্ঠানস্থলে আসেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *