জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী

টাইমস রিপোর্ট
1 Min Read
জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে আনন্দ শোভাযাত্রা ও পরবর্তী ‘জুলাই অভ্যুত্থান পুনরুজ্জীবন কর্মসূচি ২০২৫’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে আনন্দ শোভাযাত্রা ও পরবর্তী ‘জুলাই অভ্যুত্থান পুনরুজ্জীবন কর্মসূচি ২০২৫’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রের পরিচালক নাজিম উদ্দিন আহমেদ শিশিম।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা। ছবি: সংগৃহীত

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এটিএম জাফরুল আজম।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *