জাতীয় বিশ্ববিদ্যালয়ে জুলাই অভ্যুত্থান স্মরণে আনন্দ শোভাযাত্রা ও পরবর্তী ‘জুলাই অভ্যুত্থান পুনরুজ্জীবন কর্মসূচি ২০২৫’ উপলক্ষে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এএসএম আমানুল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সমন্বয় কেন্দ্রের পরিচালক নাজিম উদ্দিন আহমেদ শিশিম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সম্পাদক ফজলুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জামায়াতে ইসলামীর আমির জামাল উদ্দিন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক এটিএম জাফরুল আজম।