রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি (জাপা) ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ চলাকালে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য ঘটনাস্থলে মোতায়েন করা হয়।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান টাইমস অব বাংলাদেশকে বলেন, ‘আজ আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল। কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশ শেষে আমরা পল্টন জিরো পয়েন্ট থেকে মিছিল নিয়ে নাইটেঙ্গেল মোড়ের দিকে যাচ্ছিলাম। এ সময় জাতীয় পার্টির কার্যালয় পার হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আমাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। তখন জাতীয় পার্টির অফিসের সামনে অন্তত ৩০০ থেকে ৪০০ লোক ছিল। আমাদের ধারণা, শুধু জাপা নয়, আওয়ামী লীগ ও যুবলীগের লোকও সেখানে অবস্থান নিয়েছিল।’
তিনি আরও দাবি করেন, এ ঘটনায় তাদের অন্তত ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অন্যদিকে, জাতীয় পার্টির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, গণঅধিকার পরিষদের নেতাকর্মীরাই মিছিল নিয়ে এসে তাদের অফিসে হামলা চালিয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর জানিয়েছেন, জাপার চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তার করা না হলে আমরা সচিবালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হবে।