‘জাগো হুয়া সাবেরা’র বিশেষ প্রদর্শনী

টাইমস রিপোর্ট
1 Min Read
জাগো হুয়া সাবেরার একটি দৃশ্য

মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে স্বর্ণ পদক জিতেছিল এ জে কারদার পরিচালিত ‘জাগো হুয়া সাবেরা’। চলচ্চিত্রটি শনিবার (২০ সেপ্টেম্বর) বিকাল ৪টায় ধানমন্ডির রাশিয়ান হাউসে (সাবেক রাশিয়ান কালচারাল সেন্টার) প্রদর্শন করা হবে। সের্গেই বন্দারচুক ফিল্ম ক্লাব এ প্রদর্শনীর আয়োজন করেছে।

শনিবার ক্লাবটির ৩০ বছর পূর্তি উপলক্ষে এনিগমা টিভির সহযোগিতায় অনুষ্ঠিত হবে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান ‘সেলিব্রেটিং সিনেমা’। আধুনিক সিনেমা প্রদর্শনের অভিজ্ঞতা দিতে পুরো আয়োজনটি সাজানো হয়েছে ডিসিপি (ডিজিটাল সিনেমা প্যাকেজ) ও ৭.১ সাউন্ড সিস্টেমে। সে আয়োজনের অংশ হিসেবেই দেখানো হবে ‘জাগো হুয়া সাবেরা’ ছবিটি।

এ আয়োজনে থাকছে তিনটি মাস্টারক্লাস। এর মধ্যে ‘রাশিয়ান ক্লাসিকস’ নিয়ে আলোচনা করবেন নির্মাতা নূরুল আলম আতিক। ‘রুশ সাহিত্য’ নিয়ে আলোচনা করবেন অধ্যাপক আব্দুস সেলিম এবং ‘স্তানিস্লাভস্কি: মেথড অ্যাকটিং’ নিয়ে আলোচনা করবেন অধ্যাপক সৈয়দ জামাল আহমেদ।

চলচ্চিত্র প্রদর্শনীতে ‘জাগো হুয়া সাভেরা’ ছাড়াও দেখানো হবে বাংলাদেশের ‘ফ্রম সুরমা, পেয়ারার সুবাস, আম কাঁঠালের ছুটি, চীনের ইউয়ান শাং, মেক্সিকো-কাতারের যৌথ প্রযোজনা ভারগুয়েঞ্জা, রাশিয়ার আ সিজ ডায়েরিসহ মোট মোট সাতটি দেশি-বিদেশি চলচ্চিত্র।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *