জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময়সীমা একদিন বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার রাতে জাকসু নির্বাচন কমিশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, সোমবার ও মঙ্গলবার ছিল মনোনয়ন সংগ্রহ ও জমাদানের নির্ধারিত সময়। মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে আগামী ২৫ আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
তবে চূড়ান্ত ভোটার তালিকা থেকে বৈধ শিক্ষার্থীদের নাম বাদ পড়ায় অনেকে বিড়ম্বনায় পড়েন। সেই সঙ্গে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার জন্য প্রয়োজনীয় প্রস্তুতির সময়ও পর্যাপ্ত ছিল না বলে অভিযোগ তোলেন বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।
এ পরিস্থিতিতে সময়সীমা বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানানো হয়। শিক্ষার্থীদের এই দাবিকে যৌক্তিক বিবেচনা করে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয় কমিশন।
নতুন সিদ্ধান্তে বলা হয়, বুধবার ‘আখেরি চাহার সোম্বা’ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে ওই দিন মনোনয়নপত্র সংগ্রহ বা জমা নেওয়া হবে না। এর পরিবর্তে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং বিকাল ৪টা পর্যন্ত জমা দেওয়া যাবে।
এদিকে মনোনয়নপত্র বিতরণের প্রথম দিনেই মোট ১৩২টি ফরম সংগ্রহ করা হয়। এর মধ্যে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের প্রার্থীরা অংশ নেন।
এর আগে এক প্রেস বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল আলম বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন আয়োজনের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরণের ব্যবস্থা গ্রহণ করেছে। প্রায় ৩৩ বছর পর অনুষ্ঠিতব্য এই নির্বাচনে যাতে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচার-প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা তাদের পছন্দমাফিক প্রার্থীকে ভোট দিতে পারে, সেই পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।’
বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনের সম্মিলিত প্রয়াস এবং সহযোগিতায় অংশগ্রহণমূলক, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের তিনি আশাবাদ ব্যক্ত করেন।