জাকসু নির্বাচন: ইউনিয়ন সমর্থিত প্যানেল ঘোষণা

টাইমস ন্যাশনাল
2 Min Read
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সংসপ্তকের পাদদেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন। ছবি: ইউএনবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ‘সম্প্রীতির ঐক্য’ নামে ২৫ সদস্যবিশিষ্ট প্যানেল ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদের একটি অংশ।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সংলগ্ন সংসপ্তকের পাদদেশে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই প্যানেল ঘোষণা করা হয়।

ঘোষিত প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে ছাত্র ইউনিয়ন জাবি শাখার সাবেক সভাপতি অমর্ত্য রায় (প্রত্নতত্ত্ব, ২০১৭-১৮ সেশন), সাধারণ সম্পাদক (জিএস) পদে জাবি সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি শরণ এহসান (নাটক ও নাট্যতত্ত্ব, ২০১৭-১৮ সেশন), যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ফারিয়া জামান নিকি (নৃবিজ্ঞান, ২০১৮-১৯ সেশন), এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে নূর এ তামীম স্রোত (নৃবিজ্ঞান, ২০১৯-২০ সেশন) প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ ছাড়া প্যানেলে অন্যান্য গুরুত্বপূর্ণ পদগুলোতে মনোনীতরা হলেন:

শিক্ষা ও গবেষণা সম্পাদক: সুকান্ত বর্মণ

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক: সোমা ডুমরী

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: আতিকুর রহমান জনি

সাংস্কৃতিক সম্পাদক: মোছাম্মাৎ রাহাতুল ফেরদৌস রাত্রি

সহ-সাংস্কৃতিক সম্পাদক: মায়মুনা বিনতে সাইফুল

নাট্য সম্পাদক: ইগিমি চাকমা

সহ-ক্রীড়া সম্পাদক (নারী): প্রত্যাশা ত্রিপুরা

সহ-ক্রীড়া সম্পাদক (পুরুষ): রেং থ্রী ম্রো

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: মো. মাহফুজ আহমেদ

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: আবরার হক বিন সাজেদ

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (নারী) বিষয়ক সম্পাদক: মায়িশা মনি

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন (পুরুষ) বিষয়ক সম্পাদক: মো. তাজুল ইসলাম

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক: লাবিবা মুবাশশিরা ইশাদি

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: সীমান্ত বর্ধন

এ ছাড়া, কার্যকরী সদস্য পদে ৪ জন পুরুষ এবং ৩ জন নারী প্রার্থী মনোনীত হয়েছেন। কার্যকরী সদস্য (নারী) পদে প্রার্থীরা হলেন—আরিফা জান্নাত মুক্তা, আনিকা তাবাসসুম ফারাবী, আদৃতা রায়, এবং কার্যকরী সদস্য (পুরুষ) পদে লড়বেন—নিহ্লা অং মারমা, সৈকত কুমার কানু, চুই থুই প্রু মারমা এবং মো. এরফানুল ইসলাম ইফতু।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *