জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করে জাকসু নির্বাচন কমিশন। এতে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে জমা পড়া ২৭৬ মনোনয়নের মধ্যে ২০টি বাতিল করা হয়েছে। এর মধ্যে ৬ জন নারী ও ১৪ জন পুরুষ প্রার্থী। দিনশেষে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫৬ জনে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একে এম রাশিদুল ইসলাম জানান, প্রার্থীতা প্রত্যাহারের পর ২৮ আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এই নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির ও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ প্যানেল ঘোষণা করলেও ছাত্রদল ও বাম সংগঠনগুলো এখনো তাদের পূর্ণাঙ্গ প্যানেল দেয়নি।
নির্বাচন কমিশনের এক সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
প্রার্থীদের অভিযোগ, নির্বাচনের সময় এগিয়ে এলেও এখন পর্যন্ত ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীদের হল থেকে বের করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন। বহিরাগত প্রবেশও নিয়ন্ত্রণ করা যায়নি। ফলে এসব নিয়ে উদ্বেগ রয়েই গেছে।