জয়ার নিজের নামে সিনেমাটি অবশেষে আসছে

টাইমস রিপোর্ট
3 Min Read
জয়া আহসান । ছবি: জয়া আহসানের ফেসবুক
Highlights
  • জয়া আহসান জানিয়েছেন, দুই জন নারীর অচেনা ভুবন নিয়ে সাজানো হয়েছে ‘জয়া আর শারমিন’। তার কথায়, ‘এটি আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির দলিল।’

অবশেষে মুক্তি পেতে যাচ্ছে  জয়া আহসানের নিজের নামে সিনেমা ‘জয়া আর শারমিন’। পাঁচ বছর আগে পূর্ণদৈর্ঘ্য এ ছবির শুটিং হলেও দীর্ঘ সময় এ নিয়ে আর কোনো আলোচনাই ছিল না। তাই  হঠাৎ করে  এর শুভমুক্তির খবরে দুই বাংলায় আনন্দিত জয়ার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা।

ছবিটিতে ‘জয়া’ চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান নিজেই। ‘শারমিনের’ ভূমিকায় আছেন নাট্যশিল্পী মহসিনা আক্তার। তাদের একটি মুহূর্তের স্থিরচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে শনিবার (২৬ এপ্রিল) রাতে। এর ক্যাপশনে লেখা, ‘কিছু গল্পের মুহূর্ত খুঁজে পেতে সময় লাগে। এমন একসময় চিত্রায়িত যখন পৃথিবী স্থবির ছিল, আমাদের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জয়া আর শারমিন’ আমাদের সঙ্গে নীরবে অপেক্ষা করেছে। পাঁচ বছর পর এটি অবশেষে দর্শকদের হতে যাচ্ছে।’

‘জয়া আর শারমিন’ ছবিতে জয়া আহসান ও মহসিনা আক্তার । ছবি: অ্যাপলবক্স ফিল্মস

জয়া আহসান জানিয়েছেন, দুই জন নারীর অচেনা ভুবন নিয়ে সাজানো হয়েছে ‘জয়া আর শারমিন’। তার কথায়, ‘এটি আমাদের অন্তর্জগতের ঘাত, প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির দলিল।’

‘ছোট আকারের এই সিনেমা দর্শকদের অনুভূতিকে নাড়া দেবে’, আশা প্রকাশ জয়ার।

২০২০ সালে করোনা মহামারিতে উৎকণ্ঠায় থাকার সময় ১৫ দিন ওই সিনেমার শুটিং করেন জয়া। শুরুতে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা থাকলেও পরে সেটি হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

সে সময় জয়ার ভাষ্য ছিল, ‘সিনেমা অনেক সময় সিনেমা হয়ে ওঠে, বানাতে হয় না! এটি সম্ভবত এমন একটি প্রকল্প। আশায় থাকলাম, কী করলাম সেটা দেখার জন্য! এত কম মানুষ নিয়ে একটি সিনেমার শুট করা যায় সেটাও জানা হলো। অসাধারণ পরিশ্রমী কিছু মানুষের সঙ্গে সুন্দর অভিজ্ঞতা হলো।’

‘জয়া আর শারমিন’ ছবিতে জয়া আহসান । ছবি: অ্যাপলবক্স ফিল্মস

তিন বছর আগে ‘জয়া আর শারমিন’ ফেসবুক পেজে একটি পোস্টার উন্মোচন করে বলা হয়েছিল, ‘এই সিনেমা জয়া আর শারমিনের ব্যক্তি জীবনের আনন্দ, বিষাদ ও ঘাত-প্রতিঘাতগুলোকে খতিয়ে দেখবে। আমাদের সিনেমাটি মূলত দুই নারীর বন্ধুত্বের গল্প বলে, তাদের অব্যক্ত অনুভূতির জয়গান গায়।’

‘জয়া আর শারমিন’ পিপলু আর খান পরিচালিত প্রথম পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র। চিত্রনাট্য লিখেছেন নুসরাত ইসলাম মাটি। পোস্টার ডিজাইনে সাবিনা ইয়াসমিন, সংগীত পরিচালনায় ভারতের দেবজ্যোতি মিশ্র এবং পোশাক পরিকল্পনায় রয়েছেন আনিকা জাহিন।

‘জয়া আর শারমিনে’ বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তানজিম সাইয়ারা তটিনী। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে পিপলু আর খানের অ্যাপলবক্স ফিল্মস ও জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *