জমি বিক্রির দলিল করতে শেরপুর সাব-রেজিস্ট্রি অফিসে গেলে আটক করা হয়েছে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরাকে। এ সময় তার সঙ্গে স্ত্রীও ছিলেন। ৮৩ বছর বয়সী এ আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার দেখানো হবে কীনা, সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।
শেরপুর জেলার পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, ‘সাবেক মন্ত্রী ও তার স্ত্রী বয়স্ক এবং অসুস্থ। তিনি ব্যক্তিগত কাজে শেরপুরে আসেন। ছাত্র-জনতার জমায়েতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশংকায় তাকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে শেরপুরে কোনো মামলা নেই।’
স্থানীয় সূত্র জানায়, রেজাউল করিম হীরা তার স্ত্রীকে নিয়ে মঙ্গলবার বিকেল ৫টার দিকে একটি পাজেরো গাড়িতে করে শেরপুর শহরের নিউমাকের্ট এলাকায় রেজিস্ট্রি অফিসে যান। সেখানে জমি বিক্রি ও দলিল করার কাজ ছিল। এ সময় সেখানে স্থানীয় ছাত্রদল ও যুবদলের লোকজন তাকে ঘিরে ধরে। তারা বিভিন্ন শ্লোগান দিয়ে উত্তেজনাকর অবস্থা তৈরি করলে সংবাদ পেয়ে পুলিশ আসে। পুলিশ পরে এ দম্পতিকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। তাদের সদর থানায় রাখা হয়েছে।
মঙ্গলবার রাত পর্যন্ত রেজাউল করিম হীরাকে পুলিশ গ্রেপ্তার করেনি, আবার নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তাকে ছেড়েও দেয়নি।