জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) টানা ৬ ঘণ্টা অবরুদ্ধ ভিসি-ট্রেজারার-প্রক্টর। রোববার বিকালে দুই দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চলমান ‘নো ওয়ার্ক’ কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে পড়েন তারা।
এদিন বিকালে ‘নো ওয়ার্ক কর্মসূচি’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
এ সময় ভেতরে-বাইরে বিভিন্ন রুটিন কাজে আসা ফাইল হাতে নিয়োজিত শিক্ষক ও কর্মকর্তাদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শিক্ষার্থীদের দাবি দুইটি হলো-জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নীতিমালা চূড়ান্তকরণ ও রোডম্যাপ ঘোষণা এবং সম্পূরক বৃত্তির চূড়ান্ত ঘোষণা। এর আগে দুপুরে উপাচার্যের কক্ষের সামনে ‘ব্রেক দ্য সাইলেন্স’ শীর্ষক কর্মসূচি পালন করেন তারা।
শিক্ষার্থীদের এ দাবির বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রেজাউল করিম বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। তাদের দাবি যৌক্তিক। জকসুর নীতিমালা সংশোধন করা হয়েছে এখনো হাতে পাইনি, তবে আশা করছি শিগগিরই হাতে পাব।’
নীতিমালা পেলে মঙ্গলবার সিন্ডিকেট মিটিং করে পাস করব। এরপর বুধবার বা বৃহস্পতিবার ইউজিসিতে পাঠানো হবে। অধ্যাদেশ আসলেই রোডম্যাপ ঘোষণা করা সম্ভব হবে। জকসু অধ্যাদেশ হয়ে পাস হয়ে আসলেই আমরা নির্বাচনী কার্যক্রম শুরু করে দেব, যোগ করেন তিনি।