জনগণের বিশ্বাস ধরে রাখুন, নেতাকর্মীদের তারেক রহমান

টাইমস রিপোর্ট
2 Min Read
‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়’ শিরোনামের যুব-সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া
Highlights
  • আমাদের জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের সহযোগিতার মাধ্যমে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই, যোগ করেন তিনি।

দলীয় নেতাকর্মীসহ যুবদলের নেতাদের প্রতি জনগণের বিশ্বাস ও আস্থা রক্ষার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘সত্যিকারের নেতা হিসেবে আবির্ভূত হতে হলে জনগণের বিশ্বাস অর্জন করতে হবে।’

সোমবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ‘জুলাই গণঅভ্যুত্থান, শোক ও বিজয়’ শিরোনামের যুব-সমাবেশে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন তিনি। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

তিনি বলেন, ‘জনগণের বিশ্বাস রক্ষা করুন। মনে রাখবেন, যদি জনগণ আপনাকে গ্রহণ করে, আপনি নেতা। যদি তারা আপনাকে প্রত্যাখ্যান করে, আপনি নেতা নন।’

তারেক রহমান সকল বিএনপি সমর্থিত শক্তির প্রতি–যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও দলের আইনজীবী ফোরামের সদস্যদের–আহ্বান জানান, তারা যেন বিএনপির কর্মসূচি ও দৃষ্টিভঙ্গি নিয়ে জনগণের কাছে পৌঁছান।

তারেক রহমান বলেন, ‘আমাদের সব রাজনৈতিক কর্মসূচি সাধারণ মানুষের কল্যাণের জন্য ডিজাইন করা হয়েছে। যদি আপনি জিয়াউর রহমানের আদর্শে বিশ্বাসী হন এবং খালেদা জিয়াকে আপনার নেতা হিসেবে মেনে নিয়ে থাকেন, তবে আপনার দায়িত্ব হলো এই দৃষ্টিভঙ্গিগুলো জনগণের সামনে তুলে ধরা। কারণ, জনগণের রায়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

আমাদের জনগণের সমর্থন প্রয়োজন। জনগণের সহযোগিতার মাধ্যমে আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করতে চাই, যোগ করেন তিনি।

যুবদলের ভূমিকা সম্পর্কে তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের মধ্যেও যুবদল কখনো পিছপা হয়নি বা রাজপথ ছেড়ে যায়নি। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে যুবদলের ৭৮ জন নেতা-কর্মী প্রাণ দিয়েছেন।’

ভবিষ্যতে বিএনপির পরিকল্পনা তুলে ধরে কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং পরিবেশগত স্থিতিশীলতা নিয়ে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।

তিনি বলেন, ‘বেকার যুবক এবং স্কুল শিক্ষার্থীদের জন্য বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে আন্তর্জাতিক ভাষা কোর্স চালু করা হবে।’

প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে, এবং প্রাথমিক স্বাস্থ্যসেবা কর্মীদের ৮০ শতাংশ নারী হিসেবে নিয়োগের পরিকল্পনা রয়েছে, যোগ করেন তিনি ‘যদি নির্বাচিত হই, আমাদের লক্ষ্য হবে আগামী পাঁচ বছরে প্রায় ৩০ থেকে ৩২ কোটি গাছ রোপণ করা।’

২০২৪ সালের গণঅভ্যুত্থান এবং শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শিত হয় এই অনুষ্ঠানে।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ অন্যান্য নেতারা বক্তব্য। যুবদল সভাপতি আবদুল মনায়েম মুন্না অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *