বাংলাদেশের ভবিষ্যৎ কেমন হবে, তা নির্ভর করবে সেখানের জনগণের সিদ্ধান্ত ও কর্মকাণ্ডের ওপর—এমন মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।
স্থানীয় সময় মঙ্গলবার (১৫ এপ্রিল) ওয়াশিংটনে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ দেশ। এটি বর্তমানে কিছু গুরুতর চ্যালেঞ্জের মুখোমুখি। তবে শেষ পর্যন্ত সেখানের জনগণই ঠিক করবে, তারা এসব চ্যালেঞ্জ কীভাবে মোকাবিলা করবে।’
সংবাদ সম্মেলনে আলোচনায় আসে ব্রিটিশ এমপি ও যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নাম, যার বিরুদ্ধে সম্প্রতি বাংলাদেশে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ট্যামি ব্রুস বলেন, ‘এটি স্থানীয় কর্তৃপক্ষের বিষয়। আমরা মনে করি, এসব পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ এবং আলোচনাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি, গণতন্ত্র এবং নির্বাচন একটি দেশের ভবিষ্যৎ গঠনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত দুই দশকে অনেক দেশে আমরা দেখেছি—ভুল সিদ্ধান্ত কীভাবে মানুষের জীবনকে বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। এখন অনেক দেশের সামনে বিকল্প পথ উন্মুক্ত রয়েছে—তারা কী বেছে নেবে, সেটাই বড় প্রশ্ন।’
ট্যামি ব্রুস জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রতিবাদসহ অন্যান্য অভ্যন্তরীণ বিষয়গুলো দেশটির নিজস্ব এখতিয়ার বলে মনে করে।