রাজধানীর কারওয়ান বাজার এলাকায় এক ছিনতাইকারীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুদ্ধ জনতা। পরে তাকে সেনাবাহিনীর টহল টিমের কাছে হস্তান্তর করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে এ ঘটনা ঘটে।

পথচারীকে অস্ত্র দেখিয়ে ছিনতাই করার সময় এক যুবককে আটক করে জনতা। তাকে মারপিটের সময় সেনাবাহিনীর একটি টহল টিম সেখানে পৌঁছে।
আটক ছিনতাইকারীকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।
তাৎক্ষনিকভাবে আটক যুবকের পরিচয় জানা সম্ভব হয়নি।