ছড়ি হাতে রাজকীয় শাহরুখ খান

টাইমস রিপোর্ট
3 Min Read
মেট গালায় শাহরুখ খান । ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের কস্টিউম ইনস্টিটিউটের জন্য তহবিল সংগ্রহের লক্ষ্যে প্রতিবছরের মে মাসের প্রথম সোমবার হয়ে থাকে জাঁকজমকপূর্ণ ‘মেট গালা’। সোমবার (বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল) এবারের আয়োজনে অংশ নিলেন বলিউড ‘বাদশা’ শাহরুখ খান। আন্তর্জাতিক কোনো ফ্যাশন মঞ্চে প্রথমবার পা রাখলেন ভক্তদের ‘এসআরকে’।

‘মেট গালা’কে ভাবা হয় ফ্যাশন দুনিয়ার সবচেয়ে বৃহৎ আয়োজন। ফ্যাশনের এই তীর্থক্ষেত্রে শাহরুখ খানের দিকে আলাদা নজর ছিল অনেকের। কারণ বিশ্বের সবচেয়ে বিখ্যাত পুরুষদের একজন তিনি।

এবারের মেট গালার মূল ভাবনা ছিল ‘সুপারফাইন: টেইলারিং ব্ল্যাক স্টাইল’। এর মাধ্যমে কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লবের প্রতি সম্মানন জানানো হয়েছে। শাহরুখ খানের জন্য ভারতের বাঙালি ডিজাইনার সব্যসাচী মুখার্জি কালো রঙের পোশাকই তৈরি করেছেন। গোড়ালি ছোঁয়া কালো রঙের ওভারকোটে রাজকীয় লুকে ধরা দিয়েছেন ৫৯ বছর বয়সী এই অভিনেতা। এছাড়া বেশকিছু অনুষঙ্গ ব্যবহার করেছেন তিনি।

মেট গালায় শাহরুখ খান । ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

চোখে সানগ্লাস, ব্যাকব্রাশ করা চুল, বোতামখোলা শার্ট ও কালো ট্রাউজার্সে  শাহরুখকে দেখতে লেগেছে জাদুকরের মতো! তার গলাভর্তি মালায় চোখ গেছে সবার। এরমধ্যে একটিতে আছে ইংরেজি ‘কে’ অক্ষর (কিং কিংবা খান শব্দের অদ্যাক্ষর)। হাতের কব্জিতে রত্নখচিত ঘড়ি। ১০ আঙুলে আটটি আংটি। আর তিনি হাতে রেখেছেন হীরা-চুনি-পান্না বসানো বাঘ-মুখের ছড়ি।

মেট গালায় কিয়ারা আদভানি । ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

শাহরুখ খান একা নন, বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি ও পাঞ্জাবি অভিনেতা-সংগীতশিল্পী দিলজিৎ দোশাঞ্জ প্রথমবার মেট গালায় অংশ নিয়েছেন এবার। সন্তানসম্ভবা কিয়ারা বেবি বাম্পে হাজির হয়েছেন। তিনি পরেছেন ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি করা কাঁধখোলা গাউন।

মেট গালায় দিলজিৎ দোসাঞ্জ । ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

অন্যদিকে দিলজিৎ পরেছেন নেপালি-আমেরিকান ডিজাইনার প্রবাল গুরুংয়ের তৈরি করা মহারাজাদের পোশাকে অনুপ্রাণিত রত্নখচিত লম্বা কোট। এতে সেলাই করে দেওয়া হয়েছে পাঞ্জাবের মানচিত্র।

মেট গালায় প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস । ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

মেট গালায় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাসের উপস্থিতিও আলোচিত হয়েছে। প্রিয়াঙ্কা পরে এসেছেন সাদা-কালো পোলকা ডটের পা ছোঁয়া ড্রেস। মেট গালার গালিচায় তাকে সঙ্গ দিয়েছেন আমেরিকান গায়ক নিক জোনাস।

ভারতীয়দের মধ্যে এবারের মেট গালায় আরো ছিলেন ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, নারী উদ্যোক্তা নাতাশা পুনাওয়ালা, শিল্পপতি মুকেশ আম্বানির মেয়ে ইশা আম্বানি।

(বাঁ থেকে) নাতাশা পুনাওয়ালা, মনীষ মালহোত্রা ও ইশা আম্বানি ছবি: কস্টিউম ইনস্টিটিউট, মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট

চলচ্চিত্র, সংগীত, ফ্যাশন, থিয়েটার, ক্রীড়া ও প্রযুক্তি জগতের প্রভাবশালী ও নামিদামি তারকারা মেট গালায় অত্যাধুনিক ফ্যাশন ও অভিনব পোশাকের মেলা বসিয়েছেন। বিশেষ এই আয়োজন ছিল শুধুই আমন্ত্রিত অতিথিদের জন্য। এবারের আয়োজনে সহ-সভাপতি ছিলেন আমেরিকান অভিনেতা কোলম্যান ডমিঙ্গো, ব্রিটিশ রেসিং ড্রাইভার লুইস হ্যামিলটন, আমেরিকান র‌্যাপার এএসএপি রকি ও ফ্যারেল উইলিয়ামস ও ভোগ ম্যাগাজিনের গ্লোবাল এডিটোরিয়াল ডিরেক্টর আনা উইনট্যুর।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *