সপ্তাহখানেকের ফিটনেস ক্যাম্পের পর গত ১৬ আগস্ট এশিয়া কাপের প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের নিয়ে তিন দিন চলেছে স্কিল ট্রেনিং। যদিও সোমবার শেষদিনের অনুশীলন বাতিল হয়েছে। আগামী ২০ আগস্ট থেকে সিলেটে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। সেখানে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। মূলত এশিয়া কাপের প্রস্তুতি সারতেই আয়োজিত হচ্ছে এই সিরিজ।
এশিয়া কাপে যাওয়ার আগে ম্যাচ খেলার মাধ্যমে নিজেদের ঝালিয়ে নেয়ার সুযোগ পাচ্ছেন ক্রিকেটাররা। সাম্প্রতিক ফিটনেস ক্যাম্প, স্কিল অনুশীলন, পাওয়ার হিটিং সেশন মিলিয়ে জাকের আলী অনিক বলছেন, চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই এশিয়া কাপে যাচ্ছেন তারা।
সোমবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে জাকের আলী বলেন, ‘ইনশাআল্লাহ আমরা এবার এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাচ্ছি। এটা আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে, আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্য যাচ্ছি। আর এটা ড্রেসিং রুমের সবাই বিশ্বাস করে। এখন আমাদের দলের যেমন পরিবেশ আছে, সবাই যেভাবে চেষ্টা করছে, আমরা বিশ্বাস করি, এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাব।’
যদিও টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপের সর্বশেষ আসরে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। ২০২২ সালের আসরে গ্রুপ পর্বে আফগানিস্তান ও শ্রীলংকা দুই দলের বিপক্ষেই হেরেছিল বাংলাদেশ। এবারের এশিয়া কাপেও ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী আফগানিস্তান ও শ্রীলংকা, সাথে আছে হংকংও। আগামী ১১ সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। ১৩ ও ১৬ সেপ্টেম্বর লিটন দাসদের প্রতিপক্ষ শ্রীলংকা ও আফগানিস্তান।
এশিয়া কাপে এই তিন ম্যাচের জন্য নিজের তেমন কোনো লক্ষ্য ঠিক না করলেও দলের পক্ষে রান করাটাই জাকেরের লক্ষ্য। এর পেছনে নির্দিষ্ট ব্যাটিং পজিশন না থাকাটাকে মূল কারণ হিসেবে বলেছেন এই উইকেটকিপার ব্যাটার।
জাকের বলেন, ‘আমি নরমালি এত গোল সেট করি না আসলে। কারণ টি-টোয়েন্টিতে আমার ব্যাটিংটা সার্টেন চেঞ্জ হয়ে যায়। কখনো আগে যেতে হয়… তো আসলে ঐরকম গোল সেট করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। ঐরকমই গোল থাকে, যে ম্যাচে যে পজিশনে যাব, যদি পাঁচে ব্যাটিং করি একটু বড় রান করার, আর যদি সাতে কিংবা ছয়ে ব্যাটিং করি তখন কুইক যত কম বলে যত রান করা।