স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
বার্তা সংস্থা ইউনএবি জানায়, রোববার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, সেখানে তারা বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেবেন। এরই মধ্যে চিকিৎসার সময়-সূচি নির্ধারণ করা হয়েছে।
বিএনপি মহাসচিব এক সপ্তাহ পর দেশে ফেরার কথা রয়েছে বলেও জানান তিনি।
এর আগে, ২০২৩ সালের ১ সেপ্টেম্বরও চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন ৭৭ বছর বয়সী মির্জা ফখরুল।
২০১৫ সাল থেকে তিনি বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। কারাবন্দি থাকার সময় তার ক্যারোটিড ধমনীতে সমস্যা ধরা পড়ে। এরপর থেকেই তিনি নিয়মিত সিঙ্গাপুরে চিকিৎসা নিচ্ছেন।