চাকসু নির্বাচনে কোন পদে লড়বেন কতজন

টাইমস ন্যাশনাল
3 Min Read
চাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বৃহস্পতিবার। ছবি: টাইমস

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) নির্বাচনে ২৬টি পদে মোট ৪২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী জানান, চাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৫ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ২২ জন  এবং যুগ্ম-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২২ জন।

চাকসু নির্বাচনকে সামনে রেখে ৫২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন।

নির্বাচন কমিশনের তথ্য মতে, অন্য পদগুলোর মধ্যে খেলাধূলা ও ক্রীড়া সম্পাদক পদে ১২ জন; সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ১৫ জন; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৮ জন; সহ-সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে ১৬ জন; দপ্তর সম্পাদক পদে ১৮ জন; সহ-দপ্তর সম্পাদক পদে ১৪ জন; ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) পদে ১২ জন; সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক (নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত) পদে ১১ জন, গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া আরও মনোনয়নপত্র জমা দিয়েছেন- বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক ১৩ জন; সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে ২০ জন; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে ১৭ জন; মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে ১৭ জন; ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ১৬ জন; যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ২০ জন; সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ১৪ জন; আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে ১১ জন; পাঠাগার ও ক্যাফেটোরিয়া বিষয়ক সম্পাদক পদে ২১ জন এবং নির্বাহী সদস্যের পাঁচ পদে ৮৪ জন।

মনোনয়নপত্র জমার পর এগুলো যাচাই-বাছাই শেষে সোমবার প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে বৃহস্পতিবার। এবার চাকসু নির্বাচনে মোট ভোটার ২৭ হাজার ৬৩৪ জন। ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

এর আগে, বুধবার পর্যন্ত টানা চারদিনে চাকসু, হল সংসদ ও হোস্টেল সংসদ নির্বাচনে মোট ২৩২টি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র নেন ১ হাজার ১৬২ জন প্রার্থী। তাদের মধ্যে চাকসুর ২৬টি পদে মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ জন। ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন।

বৃহস্পতিবার সর্বশেষ দিন পর্যন্ত মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ৯৩০ জন। তাদের মধ্যে চাকসুতে ৪২৯ জন, হল সংসদে ৫০১ জন রয়েছেন। মনোনয়নপত্র জমা দেননি ২৩২ জন শিক্ষার্থী।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *