চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তফসিল।
রোববার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তিনি বলেন, ‘কমিশনের সব প্রস্তুতি শেষের পথে। শিগগিরই প্রকাশ করা হবে পূর্ণাঙ্গ ভোটার তালিকা ও নির্বাচনী আচরণবিধি।’
সবশেষ ভর্তি হওয়ার শিক্ষার্থীদের নামও ভোটার তালিকায় থাকবে বলে জানিয়েছেন চাকসু নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী ।
দীর্ঘ ৩৪ বছর পর শিক্ষার্থীদের প্রত্যাশিত এই নির্বাচনের আয়োজন করা হচ্ছে জানিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন বলেন, ‘তফসিল ঘোষণার পর ভোটের তারিখও প্রকাশ করা হবে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৬৬ সালে। এই বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। প্রতি শিক্ষাবর্ষে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখানে তা হয়নি। প্রতিষ্ঠার পর থেকে মাত্র ছয় বার চাকসু নির্বাচনের আয়োজত করা গেছে। যার সবশেষটি হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।
ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর মুখোমুখি অবস্থান, কয়েক দফা সংঘর্ষ ও ভোটের উপযুক্ত পরিবেশ সৃষ্টি না হওয়ায় এত বছর নির্বাচন আয়োজন করা যায়নি।