চাঁপাইনবাবগঞ্জে বিপৎসীমার নিচে পদ্মার পানি, কাটেনি জলাবদ্ধতা

টাইমস রিপোর্ট
1 Min Read
ছবি: ইউএনবি

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। গত ২৪ ঘণ্টায় পানি ১ সেন্টিমিটার নেমে গেছে।

ইউএনবি জানিয়েছে, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত পাংখা পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।

তবে উজান থেকে নেমে আসা ঢলের প্রভাবে সদর উপজেলার আলাতুলী ও নারায়নপুর এবং শিবগঞ্জ উপজেলার পাঁকা, উজিরপুর, দুর্লভপুর ও মনাকষা ইউনিয়নের বিস্তীর্ণ নিম্নাঞ্চল এখনও প্লাবিত।

অনেক বাড়িঘরে পানি ঢুকে পড়েছে, ডুবে আছে রাস্তাঘাট। ফলে এসব এলাকার মানুষ চরম ভোগান্তিতে রয়েছেন। পানির নিচে নিমজ্জিত রয়েছে বিপুল পরিমাণ জমির আউস, আমন, ভুট্টা এবং নানা সবজি ফসল।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চাঁপাইনবাবগঞ্জের উপবিভাগীয় প্রকৌশলী আহসান হাবিব বলেন, ‘শুক্রবার সকাল ৯টায় পাঁকা পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। আগামী দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।’

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *