চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়ের মৃত্যু  

টাইমস ন্যাশনাল
1 Min Read
প্রতীকী ছবি: এআই/টাইমস

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। বুধবার ভোরে উপজেলার নেজামপুর ইউনিয়নের মরাফেলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- এলাকার মোহাম্মদ আলমগীরের স্ত্রী হাওয়া (৪২) ও মেয়ে আয়েশা (২১)।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানিয়েছেন, বাড়িতে অটোরিকশার ব্যাটারি চার্জে দেওয়া ছিল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন হাওয়া, পরে তাকে বাঁচাতে গিয়ে মেয়ে আয়েশাও বিদ্যুতায়িত হন। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, মা ও মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *