চরমোনাই পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

টাইমস রিপোর্ট
1 Min Read
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদানের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের সঙ্গে বৈঠক। ছবি: টাইমস ‌

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

সোমবার বিকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ‌

বৈঠকে চরমোনাই পীর বলেন, ফিলিস্তিনি জনগণের সঙ্গে যে নির্মমতা চলছে তা সহ্য করার মতো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের ব্যাপারে সর্বদা সোচ্চার।

অবস্থার উত্তরণে ফিলিস্তিনকে পূর্ণাঙ্গ রাষ্ট্রের মর্যাদা দেওয়ার কোনো বিকল্প নেই বলেও জানান সৈয়দ রেজাউল করীম।

বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বেলাল নুর আজিজি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *