চরকিতে আসছে ‘দেয়ালের দেশ’

টাইমস রিপোর্ট
3 Min Read
'দেয়ালের দেশ' ছবির একটি দৃশ্যে শরিফুল রাজ ও বুবলী। ছবি: সংগৃহীত

দর্শকদের যে সিনেমাগুলো গত বছর ভিন্ন রকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে নিয়ে গেছে, ‘দেয়ালের দেশ’ সিনেমাটি সেগুলোর অন্যতম। কেন্দ্রীয় দুই চরিত্রে শবনম বুবলী এবং শরিফুল রাজের অভিনয়ের তুমুল প্রশংসা করেন দর্শকরা। আর প্রথম সিনেমাতেই নিজের মুন্সিয়ানায় দর্শকদের কাছে আলাদা অবস্থান করে নিয়েছেন পরিচালক মিশুক মনি ।

আলোচিত সিনেমাটি এবার মুক্তি পেতে যাচ্ছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম ‘চরকি’তে। ১৬ জুলাই দিবাগত রাত ১২টা ১মিনিটের পর থেকে দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন। দেশ–বিদেশের সিনেমাপ্রেমীরা তখন খুব সহজেই দেখে নিতে পারবেন সিনেমাটি।

১৫ জুলাই সন্ধ্যায় চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে সিনেমাটির ট্রেইলার। সেখানে নিশ্চিত করা হয়েছে মুক্তির তথ্যটি। যার ক্যাপশনে লেখা, ‘জীবন আর সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল।’

মিস্ট্রি, রোমান্স ঘরানার সিনেমা ‘দেয়ালের দেশ’। সিনেমায় নহর চরিত্রে বুবলী এবং বৈশাখ চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ। তাদের অন্যরকম এক প্রেমের গল্প নিয়ে গড়ে উঠেছে সিনেমাটির কাহিনি। এ প্রেম সত্যি অন্যরকম, সিনেমায় যার শুরু হাসপাতালের মর্গ থেকে। সিনেমার বিভিন্ন চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু, দীপক সুমন।

চরকিতে ‘দেয়ালের দেশ’ মুক্তি নিয়ে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় মিশুক মনি বলেন, “আমার মনে হয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমাটির দর্শক আর চরকির দর্শকের মিল রয়েছে। সিনেমা রিলিজের পর থেকেই রোজদিন বিভিন্ন মাধ্যমে বহু মানুষ ‘দেয়ালের দেশ’ দেখার আগ্রহ জানিয়েছেন। খানিকটা দেরিতে ওটিটিতে মুক্তি পাচ্ছে তবুও এটা ভেবে ভালো লাগছে যে, বড় পরিসরে সিনেমাটি ছড়িয়ে যাবে। দেশে–বিদেশের দর্শকরা এখন সহজে সিনেমাটি দেখতে পারবেন।”

২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘দেয়ালের দেশ’। সেসময় সিনেমাটির গল্প, অভিনয়, গান, ব্যাকগ্রাউন্ড মিউজিকের প্রশংসা করেন দর্শক–সমালোচকেরা। সিনেমাটির সংবাদ সম্মেলনে বুবলী জানান, গল্প পড়েই তার ভীষণ ভালো লেগে যায়। অভিনয়শিল্পীরা প্রায়ই তাদের কাজকে ভিন্ন বলেন, কিন্তু ‘দেয়ালের দেশ’ আসলেই ভিন্ন আঙ্গিকের বলে জানিয়েছিলেন বুবলী। নহর চরিত্রটির মতো কাজ আগে করেননি বলেও নিশ্চিত করেন এ অভিনেত্রী।

বুবলী তখন বলেছিলেন, ‘আমার জন্য এ ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেয়া কঠিন ছিল। কারণ তখনও আমি পুরো কমার্শিয়াল ছবির নায়িকা। আর এই ছবিতে আমাকে নায়িকা নয়, চরিত্র হয়ে উঠতে হবে। আরেকটি বিষয় হচ্ছে, অনুদানের সিনেমা নিয়ে যে ট্যাবু সৃষ্টি হয়েছে, সেটাও ভেঙে যাবে এই ছবির মাধ্যমে।’

২০২১ সালে সিনেমাটি পায় সরকারি অনুদান। ‘দেয়ালের দেশ’ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন নির্মাতা মিশুক মনি।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *