চবি ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি চালু  

টাইমস ন্যাশনাল
1 Min Read
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে শিক্ষার্থীদের যাতায়াত সহজ করতে চালু হলো বৈদ্যুতিক শাটল গাড়ি। মঙ্গলবার সকালে উপাচার্য মুহাম্মদ ইয়াহইয়া আখতার ক্যাম্পাসে এই গাড়ির উদ্বোধন করেন ।

‘মা এন্টারপ্রাইজ’ ও ‘আওয়ার গ্রিন ক্যাম্পাস’ নামক দু’টি ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে চবি ক্যাম্পাসে বৈদ্যুতিক শাটল গাড়ি পরিচালনার কাজ শুরু করেছে। প্রাথমিকভাবে ছয়টি গাড়ি চালু করা হয়েছে। এসব গাড়ি চক্রাকারে জিরো পয়েন্ট থেকে আইন অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, জীববিজ্ঞান অনুষদ, ছাত্রী হল ও ফরেস্ট্রি এলাকায় যাতায়াত করবে। প্রতিটি গাড়িতে এক সঙ্গে ১৩ থেকে ১৭ জন শিক্ষার্থী বসতে পারবেন। যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্ধারিত ভাড়া শিক্ষার্থীদের পরিশোধ করতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, ‘এই গাড়ি চালানো সহজ ও এটি পরিবেশবান্ধব। গাড়ির ভাড়াও এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা রিকশার তুলনায় সাশ্রয়ে ক্যাম্পাসের ভেতর যাতায়াত করতে পারেন।’

সহ-উপাচার্য (প্রশাসন) মো. কামাল উদ্দিন বলেন, ‘প্রাথমিকভাবে ছয়টি গাড়ি নামানো হলেও পরের সপ্তাহে আরও চারটি যুক্ত হবে। কার্যক্রম সফল হলে জুন থেকে আরও ২০টি গাড়ি চালুর পরিকল্পনা রয়েছে।’

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রক্টর তানভীর মোহাম্মদ হায়দার আরিফ, সমাজবিজ্ঞান অনুষদের ডিন এনায়েত উল্যাহ পাটওয়ারী প্রমুখ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *