চট্টগ্রাম ড্রাইডক পরিচালনায় কন্টেইনার হ্যান্ডলিংয়ে অগ্রগতি

টাইমস রিপোর্ট
1 Min Read
চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে কন্টেইনার খালাসের কার্যক্রম চলছে। ছবি: ইউএনবি

চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের পরিচালনার প্রথম সাত দিনে (৭ জুলাই থেকে ১৩ জুলাই) কন্টেইনার হ্যান্ডলিং কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি লক্ষ্য করা গেছে। এই সময়ে প্রতিদিন গড়ে ২২৫ টিইইউএস (TEUs) বেশি কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা ইতিবাচক প্রবৃদ্ধির ইঙ্গিত দেয়।

রোববার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম বন্দরের এনসিটি (নিউমুরিং কনটেইনার টার্মিনাল) দীর্ঘদিন সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছিল। ৬ জুলাই প্রতিষ্ঠানটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে ৭ জুলাই থেকে পরিচালনার দায়িত্ব নেয় চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড।

পরবর্তী সাত দিনে (৭–১৩ জুলাই) চট্টগ্রাম ড্রাইডকের তত্ত্বাবধানে ১০টি জাহাজের কন্টেইনার লোডিং ও আনলোডিং সফলভাবে সম্পন্ন হয়। বর্তমানে এনসিটির চারটি জেটিতে একযোগে চারটি জাহাজে অপারেশন চলছে।

পরিসংখ্যান অনুযায়ী, সাইফ পাওয়ারটেক পরিচালিত শেষ সাত দিনে (১–৬ জুলাই) প্রতিদিন গড়ে ২,৯৫৬ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং করা হয়। অন্যদিকে, চট্টগ্রাম ড্রাইডকের অধীনে পরবর্তী সাত দিনে (৭–১৩ জুলাই) প্রতিদিন গড়ে ৩,১৮১ টিইইউএস কন্টেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *