চট্টগ্রামে পিকআপ ও কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচজন হয়েছে। এর আগে সকাল সাড়ে ৯টায় ফায়ার সার্ভিস চারজন নিহতের খবর জানিয়েছিল।
আকবরশাহ থানার ডিউটি অফিসার মোহাম্মদ ইসমাইল জানান, চট্টগ্রামের আকবর শাহ সিটি গেট এলাকায় ভোর ৪টা ৫৫ মিনিটে পিকআপ ও কাভার্ডভ্যানের ওই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ভোর ৫টা ৫ মিনিটে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ওই সড়ক দুর্ঘটনায় প্রথমে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে জেলা সদর হাসপাতালে নেওয়ার পথে আরও দুইজন মারা গেছেন।
নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- আকাশ দাশ (২৮), কালা দাশ (৩০) ও অজিত দাশ। তাদের মধ্যে আকাশের বাড়ি চট্টগ্রামের বারুলিয়ায়। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
নিহত সবাই মাছ ব্যবসায়ী। তারা সীতাকুন্ডের সলিমপুর এলাকায় বসবাস করতেন। মাছ আনতে চট্টগ্রামের ফিশারি ঘাটে যাচ্ছিলেন বলে জানা গেছে।