চট্টগ্রামে আওয়ামী লীগের মিছিলে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ রানাকে কুপিয়ে হত্যা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের বন্দর থানার সভাপতি মোহাম্মদ কাইয়ুমকে (৩৪) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কাইয়ুম ওই এলাকােই বাসিন্দা।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ওই ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ১১ আগস্ট রাতে এলাকায় ঝটিকা মিছিল বের করেন আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে সেখানে এসআই আবু সাঈদসহ কয়েকজন পুলিশ সদস্য অভিযানে যান। এ সময় এসআইয়ের মাথা ও ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়।