‘ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না’-বলে প্রতারণা

টাইমস রিপোর্ট
2 Min Read
৮৫ ভরি স্বর্ণ ও তিন লাখ ৫০ হাজার টাকাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: ডিএমপি

সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধ্যাত্ব সমস্যার সমাধান দিয়ে প্রতারণার জাল পেতেছে একটি চক্র। ‘ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না’ -এমন কথা বলে সন্তান লাভের আশায় থাকা দম্পতির স্বর্ণালংকার হাতিয়ে নেয় চক্র। এমন চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ৮৫ ভরি স্বর্ণ, তিন লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন।

শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিউ মার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) তারিক লতিফ এক ব্রিফিংয়ে এ প্রতারক চক্রের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, নিউমার্কেট এলাকায় বসবাসকারী আফরোজা বেগম নামের একজন নারী ফেসবুকে ‘বাচ্চা না হওয়া সংক্রান্ত’ একটি বিজ্ঞাপন দেখে এ চক্রের সদস্যদের সঙ্গে যোগাযোগ করেন। প্রতারকরা ভিকটিমকে জানায়, ঘরে ব্যবহৃত স্বর্ণ থাকলে সন্তান হবে না। সেগুলো ঝাড়ফুক দিয়ে শুদ্ধ করতে হবে। তাদের কথা বিশ্বাস করে ভিকটিম প্রতারকদের কাছে তার ব্যবহৃত ১৫ ভরি স্বর্ণ ও ১০ লাখ টাকা মূল্যের বিভিন্ন সরঞ্জাম এসএ পরিবহনের মাধ্যমে পাঠিয়ে দেন। কিন্তু স্বর্ণ ও মালামাল হাতে পেয়েই প্রতারকরা ওই নারীকে ব্লক করে দেয়।

এ ঘটনায় আফরোজা বেগম বাদী হয়ে নিউ মার্কেট থানায় মামলা করেন। মামলাটির তদন্তকালে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত শুক্রবার নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহম্মেদ ও তার সঙ্গীয় ফোর্সরা সাভার এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে মোহাম্মাদপুরের বছিলা এলাকা থেকে আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার করা আসামিদের মধ্যে রয়েছেন আরিফুর রহমান (২০), মোহাম্মদ আল-আমিন (২৫) ও তার স্ত্রী অনামিকা (২৪)। এই দম্পতির বাসায় তল্লাশী চালিয়ে ৮৫ ভরি স্বর্ণ, তিন লাখ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রতারক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান এসি তারিক লতিফ।

Share This Article
Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *